স্টাফ রিপোর্টার \ পৌর এলাকার গোসাইপুরে মিঠু ঋষি নামে নবম শ্রেনির এক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে ক্ষতবিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। সে ওই এলাকার শ্রীকান্ত ঋষির পুত্র। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মিঠু ঋষি গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বাসার সামনের দোকানে যায়। দোকান থেকে বাসায় যাবার সময় অন্ধকারে অবস্থানরত ৩/৪ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কিছু বুঝে উঠার আগেই দুর্বৃত্তরা কাপড় দিয়ে মিঠুর মুখ বেধে ফেলে। পরে ধারালো অস্ত্র দিয়ে তার দু’হাতের কব্জি থেকে কনুই পর্যন্ত ক্ষতবিক্ষত করে। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।