প্রেস বিজ্ঞপ্তি \ পুরান পাথারিয়া ইসলামী যুব সংঘের উদ্যোগে ১৫তম পবিত্র তাফসীরুল কোরআন মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর সোমবার পুরান পাথারিয়া স্কুল মাঠে মাওঃ জাফর আহমদ, মাওঃ আব্দুল করিম আজহার, মাওঃ ক্বারী ফরিদ আহমদ এর সভাপতিত্বে ও মাওঃ খলিলুর রহমান ও মাওঃ মোস্তফা কামাল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে তাফসীর করেন আলামা নুরুল ইসলাম ওলিপুরী। বিশেষ অতিথি হিসেবে তাফসীর করেন হাফেজ মাওঃ তাফহিমুল হক, হাফেজ মাওঃ আব্দুলাহ নাটোরী, মুফতি বশীর আহমদ, মাওঃ আশিকুর রহমান, মাওঃ তানভির আহমেদ, মাওঃ শাব্বির আহমেদ উসমানি প্রমুখ।