স্টাফ রিপোর্টার \ সদর উপজেলার আব্দুলাহপুর গ্রামে সুমাইয়া রানী দাস (৮০) নামে বৃদ্ধাকে মারপিট করে আহত করা হয়েছে। আহত বৃদ্ধা ওই গ্রামের মৃত নরেন্দ্র দাসের স্ত্রী। এ সময় প্রভাবশালীরা ওই বৃদ্ধার ঘরে তালা লাগিয়ে দেয়। আহত অবস্থায় সুমাইয়া রানীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, আব্দুলাহপুর গ্রামের মৃত নরেন্দ্র দাসের পুত্র নিতাই দাস ও একই গ্রামের পলাদ দাসের পুত্র শৈলেশ দাসের মধ্যে বাড়ীর জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল শৈলেশ দাস নিতাই দাসের বৃদ্ধা মা সুমাইয়া রানী দাসকে মারপিট করে তার ঘরের মধ্যে তালা ঝুলিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় সুমাইয়া রানীকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।