প্রেস বিজ্ঞপ্তি \ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি গ্রামকে বিদ্যতায়নের ঘোষনা দেয়ায় গ্রামের যুব সমাজের পক্ষ থেকে এমপি আব্দুল মজিদ খানকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এমপি মজিদ খানের বাসভবনে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানানো হয় এবং স¤প্রতি কাউরিয়াকান্দি গ্রামবাসীর পক্ষ থেকে এমপি মজিদ খানকে দেয়া গণসংবর্ধনার অনুষ্ঠানের একটি সিডি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক তজম্মুল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহাদ মিয়া, কাউরিয়াকান্দি গ্রামের মোঃ ফাইজুর রহমান ফয়েজ, এম কাউছার আহমেদ, হাফিজুর রহমান হাফিজ, মোঃ খাইরুদ্দিন মিয়া, আমিনুল ইসলাম শামীম, তাবিদুল ইসলাম, রুবেল মিয়া, জামাল আহমেদ, মোশাহিদ মিয়া, নজরুল ইসলাম, মতিউর রহমান, মোঃ হাফিজ মিয়া, মোঃ আবদাল মিয়া, মোঃ জুয়েল মিয়া, মিজানুর রহমান, মাহফিজ উদ্দিন, আব্দুর রহিম মুন্সী, শিপন মিয়া।