বাহুবল প্রতিনিধি \ বাহুবলে মোবাইল কোর্টের অভিযানে পণ্য বাজারজাতকালে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুটি রাইছ মিলকে অর্থদন্ড প্রদান করেছে। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাহুবল সদর সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত মেসার্স বিলাল অটো রাইছ মিল্স ও হাফিজপুর নামক স্থানে প্রতিষ্ঠিত মেসার্স শোভা অটো রাইছ মিলসকে ১ হাজার টাকা করে অর্থদন্ডে দন্ডি করেন।