বাহুবল প্রতিনিধি \ বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির নব-নির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সিরাজ মিয়া তালুকদার, প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুবউন্নয়ন অফিসার হোসেন শাহ, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সমবায় কর্মকর্তা মমতাজুর রহমান, বাহুবল কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম মাওঃ আজিজুর রহমান মানিক, সাংবাদিক এমএ মজিদ তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আফতাব আলী, ইয়াকুত মিয়া তালুকদার, মামুন তালুকদার, কাছুম আলী ও কবির মিয়া প্রমুখ। গত ৩০ নভেম্বর গোপন ব্যালটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী সদস্যদের ভোটে এমএ জলিল তালুকদার সভাপতি, মোঃ কাজল মিয়া তালুকদার সাধারণ সম্পাদক, মোঃ কাজল মিয়া সাংগঠনিক সম্পাদক, মোঃ সৈয়দ মিয়া অর্থ সম্পাদক ও সানু সওদাগর দপ্তর সম্পাদক নির্বাচিত হন।