স্টাফ রিপোর্টার \ ৬ ডিসেম্বর পালিত হয়েছে হবিগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা। এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের সামন থেকে জাতীয় পতাকা প্রদর্শন করে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে এক পথ সভায় মিলিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের সভাপতিত্বে ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক শাহ্ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম, সদর উপজেলা কমান্ডার লেন্স নায়ক আব্দুস শহীদ, ডেপুটি কমান্ডার সফিকুর রহমান, হায়দার আলী, সাংগঠনিক তোজাম্মুল হক তরফদার, গৌর প্রসাদ রায়, এডঃ সালাউদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান, সুখেন্ত বাবু, শাহ্ কিম্মত আলী, সদর উপজেলা সন্তান কমান্ডের সভাপতি গউছ উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের অপু চৌধুরী, শাহ্ আলম, তানভীর চৌধুরী, বাবুল মিয়া, পঙ্কজ কান্তি পলব প্রমূখ।