স্টাফ রিপোর্টার \ বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসকুপের আওতায় ভূমি অধিগ্রহনকারী কৃষকদের ন্যায্যদাবী আদায়ের লক্ষে এবং তাদের সন্তানদের কর্মসংস্থানের দাবীতে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানী দ্বিগাম্বর বাজারে রাজসুরত গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী মোঃ আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান বিলাত ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রমজান আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ফরিদ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় শেওড়াতলী গ্রামের বিশিষ্ট মুরুব্বী, ৯নং মৌজার যুগ্ম আহবায়ক শেখ মুখলিছুর রহমান মুখলিছ, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শুকুর খা, বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলি, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক মেম্বার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মোশাহিদ মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলাল মেম্বার, যুবলীগ নেতা মাসুক মিয়া, মোঃ মোশাহিদ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফারুকুর রশিদ ফারুক, সাধারন সম্পাদক এম রশিদ আহমেদ, উপজেলা যুবলীগের সদস্য খন্দকার বাবুল মিয়া, রাজসূরত গ্রামের বিশিষ্ট মুরুব্বী আবাছ মিয়া, সাবাজ মিয়া, তছকির মিয়া, মইব উলাহ, জাতীয় পার্টির অন্যতম নেতা বাজিদ মিয়া, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা রুহুল আমিন বাচ্চু, স্থানীয় ১৭ মৌজার সভাপতি রাজসুরত গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইয়াকুব উলা মহালদার এর ছেলে শাহাদত মিয়া, ফাকু মিয়া, শাকিল মিয়া, মৌলুদ হোসেন, ছালিক মিয়া, মোতালিব মিয়া, দুলাল তালুকদার, খালেদ আখঞ্জি, খন্দকার মঞ্জুর আলী, খন্দকার রাজু মিয়া, শাহিন মিয়া প্রমূখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি প্রভাবশালী চক্র এলাকার গরিব অসহায়দের জমি অধিগ্রহনের নামে লুটপাট করে খাচ্ছে। কৃষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। প্রভাবশালীদের দুর্ণীীতর কারনে এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়ছে অবিলম্বে কৃষকদের ন্যায্যদাবী ফিরিয়ে না দেয়া হলে মহাসড়ক অবরোধ, হরতাল এবং গ্যাসকুপের কাজ বন্ধসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী করে দেন।