স্টাফ রিপোর্টার \ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধা, ভালবাসার কমতি নেই কারোরই। হার-জিত বড় কথা নয়, সামগ্রিক উন্নয়নমূলক কাজে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা রয়েছে তাঁদের মাঝে। শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রতিদ্ব›িদ্ব ৭ মেয়র প্রার্থী একই সাথে ফটোসেশনে অংশ নিয়ে তা-ই প্রমাণ করলেন। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাচাই পর্বে অংশগ্রহণের আগে তারা একসঙ্গে ছবি তোলেন। সাত মেয়র প্রার্থী হলেন-বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি (বিএনপি) মোঃ ছালেক মিয়া (আ’লীগ), খালেদা আক্তার (এনপিপি), স্বতন্ত্র প্রার্থী হাজী আব্দুল মজিদ, আতাউর রহমান মাসুক, আব্দুর রকিব ও প্রভাষক জালাল উদ্দিন রুমী। উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী মেয়র প্রার্থীদের যাচাই বাছাইয়ের পর ৭ জনকেই বৈধ ঘোষণা করেন।