নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতপুর এলাকার জুয়ার আসর বসানোর প্রধান হুতা চৈতপুর গ্রামের মৃত আইয়ুম আলীর পুত্র সৈকত র্দীঘদিন ধরে জুয়ার আসর বসিয়ে অবৈধভাবে টাকা উপার্জন করে আসছিল। সে টাকা অহংকারের কাউকে তোক্কা করেন না। গত শনিবার রাতে চৈতপুর-ভূমিরবাক গ্রামের মধ্য স্থানে জুয়ার আসর বসিয়েছিল। রাতে পুলিশ এ খবর জানতে পেরে থানার এসআই সুধীন দাস ও চান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান এসে তাকে রহস্যজনক সকালে ছেড়ে দেন। এই ঘটনায় এলাকায় জানাজানি হয়ে গেলে সমালোচনার ঝড় বইচে।