নবীগঞ্জ প্রতিনিধি \ হবিগঞ্জ পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেছেন- প্রত্যেকটা মৃত্যুই আমাদেরকে একটা ম্যাসেজ দেয়। ম্যাসেজটা হচ্ছে- তোমাকে মরতে হবে, মৃত্যু অবধারিত কেউ এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেনা। জন্ম যেমন সত্য মৃত্যুও সত্য। তিনি মিহির কুমার রায়ের স্বরণে শোক সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- এই শোক সভায় মিন্টু বাবুর কিছুই যায় আসবে না। কারণ তিনি পৃথিবীতে নেই। কারো কথা তিনি শুনবেন না, এই সব দেখবেন না। তার কোন লাভ লোকশান নেই। কিন্তু যারা উপস্থিত এবং আমরা যারা আছি আমরা এই সবে উৎসাহিত হব। আমরা যদি ভালো কাজ করি আমরা মারা যাওয়ার পরও মানুষ আমাদের স্বরন করবে। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টুর স্বরণে উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। শোক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিলাহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক প্রয়াত মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর তন্ময় আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ, মেজর অবঃ সুরঞ্জন দাশ, হবিগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি এডঃ অহিন্দ্র কুমার দত্ত চৌধুরী, উপজেলা জাসদ সভাপতি আব্দুর রউপ প্রমুখ। এতে বক্তব্য রাখেন- থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাতেন খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবীন্দ্র পাল রবি, যুবলীগের আহŸায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, গীতিকার জাহাঙ্গীর রানা, হিন্দু, বৌদ্ধ- খিষ্ট্রান- ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল চন্দ্র আচার্য্য, বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দ রায় বাবুল, মৃনাল কান্তি রায় মিনু প্রমুখ।