প্রেস বিজ্ঞপ্তি \ নবীগঞ্জের তরুন সাংবাদিক মতিউর রহমান মুন্না রাজধানী ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক “দি বাংলাদেশ টুডে”র নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসাবে নিয়োগ পেয়েছেন।
গতকাল ৫ই ডিসেম্বর শনিবার ইউটিসি টাওয়ার (লেভেল-১৪), পান্থপথ, ঢাকা-১২১৫ থেকে প্রকাশিত ‘‘দি বাংলাদেশ টুডে”র সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়ের আলম স্বাক্ষরিত এক নিয়োগ পত্র ও আইডি কার্ড প্রদান করা হয়। সাংবাদিক মতিউর রহমান মুন্না “দি বাংলাদেশ টুডে” ছাড়াও ৭১.নিউজ টিভি, জাতীয় দৈনিক আজকের পত্রিকা, স্থানীয় দৈনিক বিজয়ের প্রতিধ্বনি, দৈনিক হবিগঞ্জ সময়, অনলাইন সময়ের কন্ঠস্বর, ডেইলি সিলেটের নবীগঞ্জ প্রতিনিধি ও নবীগঞ্জে সর্ব প্রথম অনলাইন সংবাদ মাধ্যম নবীগঞ্জ নিউজ ডট কম‘র বার্তা সম্পাদকসহ বিভিন্ন পত্রিকায় কমর্রত রয়েছেন।