শায়েস্তাগঞ্জ প্রতিনিধি \ শায়েস্তাগঞ্জে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে ৫ যাত্রী আহত হয়েছে। গতকাল রোববার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের দেউন্দি ক্রস রোডে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজিটি ডেউয়াতলি যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের দেউন্দি ক্রসরোড অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর সিএনজিকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর ও সিএনজি রাস্তার পাশের ধানীজমিতে পড়ে সিএনজির ৫ যাত্রী আহত হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন-বারিক শাহ (২৫), মতিউর রহমান (৫০), আব্দুল কাদির (২২), জনুফা বেগম (৩৫) ও তারা মিয়া (৫০)।