স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভায় ৫ কাউন্সিলর প্রার্থী ও চুনারুঘাট পৌরসভায় ২ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। গতকাল প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাইকালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের মনোনয়ন বাতিল করা হয়। তবে বাতিলকৃত প্রার্থীরা আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
গতকাল শনিবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইকালে ঋণ খেলাপীর অভিযোগে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী অর্পনা বালা পাল এবং দ্রুত বিচার আইনে মামলা থাকায় ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী রাজিয়া সুলতানার মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আব্দুল হান্নান ও ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সোহেল আহমদসহ অপর এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। হবিগঞ্জ পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার শফিউল আজিম জানান, আপতত তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ৩ দিনের মধ্যে তাদের আপিল করার সুযোগ রয়েছে। আপিলে বৈধ হলে তারা নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে।
অপরদিকে চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এসকে ইফতেখারুল গনি ও মীর সায়েব আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে। যাচাই বাছাইকালে তাদের মনোনয়ন বাতিল করা হয়। শনিবার বিকেলে যাচাই বাছাইকালে হলফনামায় ভোটার তালিকা নাম্বার ভুল থাকা স্বতন্ত্র মেয়র প্রার্থী এসকে ইফতেখারুল গনি এবং হলফনামায় ভোটার তালিকার সাথে নামের মিল না থাকায় স্বতন্ত্র প্রার্থী মীর সায়েব আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তারা তাদের মনোনয়পত্র বৈধতার জন্য ৩ দিনের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।