কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে \ হবিগঞ্জ জেলা আওয়ামলীগের সবাপতি, জাতীয় সংসদের প্যানেল স্পীকার আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন- ১৯৭১ সালে সর্বকালের শ্রেষ্ট বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধুর আহŸানে এ দেশের লাখ লাখ শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘ ৯মাস যুদ্ধে এ দেশ স্বাধীন হয়েছে। তবে, স্বাধীনতা বিরোধী যোদ্ধাপরাধী রাজাকার আলবদর সহ সবকটি দেশ দ্রোহীর এ দেশের মাঠিতেই বিচার কাজ সম্পন্ন করবে আওয়ামীলীগ সরকার। তিনি বলেন, যতই ষড়যন্ত্র আসুক আওয়ামীলীগ সরকারকে উন্নয়ন কর্মকান্ড থেকে কখনোই পিছানো যাবেনা। বঙ্গবন্ধুর স্ব-পরিবারে ১৯৭৫-এ ঘাতকেরা হত্যা করে এ দেশ থেকে আওয়ামীলীগের নাম মুছে ফেলার চেষ্টা করেছিল। ঘাতকেরা যুবলীগের প্রতিষ্টাতা শেখ ফজলুল হক মনি সহ শিশু শেখ রাসেলকেও সেদিন বাচঁতে দেয়নি।দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে পৌর নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান।
গতকাল শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়ন যুবলীগ আয়োজিত ৪৩তম প্রতিষ্টা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবু জাহির এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাজী আব্দুল হামিদ নিকছনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা খালেদ আহমদ জজ ও আব্দুন নুর এর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ গাজী মিলাদ, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ আবুল ফজল, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের নেতা এডঃ সুলতান মাহমুদ, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডঃ আতাউর রহমান আতা, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মুস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক শাহ গুল আহমদ কাজল, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, জাকির হোসেন জাকি, গোলাম রসুল চৌধুরী রাহেল। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা ডাঃ আজিজুর রহমান, হাজী আতাউর রহমান, নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ এহিয়া, আওয়ামীলীগ নেত্রী নিলুফার ইয়াসমিন, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, আমিনুর রহমান নোমান, সিজিল ইসলাম, যুবলীগ নেতা আবুল কালাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এম মুজিবুর রহমান, ইউপি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা যুবলীগ নেতা অনু আহমেদ, আলাউর রহমান আল আমীন, নাজমূল হক চৌধুরী পলাশ, কসরু আহমদ সাজু, ফরহাদুজ্জামান নানু, নুরুল হক, শাহ মোনাঈম কবির, ইউপি ছাত্রলীগ নেতা সৈয়দ দিপলু, বেলাল আহমদ, ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হাজি লিমন, বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম জুয়েল, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সুহেল, ইউপি ছাত্রলীগ নেতা শাহ জাহান সাজু প্রমূখ।
প্রতিষ্টা বার্ষিকী সফল করতে বিভিন্ন ইউনিয়ন থেকে যুবলীগের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে সভাস্থলে যোগদান করে। এ অনুষ্টানকে ঘিরে আউশকান্দি বাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক মিলন মেলার উৎসব মূখোর পরিবেশ বিরাজ করে। সভায় আউশকান্দিকে পৌরসভায় রূপান্তরিত করার দাবী উত্তাপন করেন আওমীলীগ নেতা জয়নাল আবেদীন। দাবীর প্রেক্ষিতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৫ সালে বিএনপি জামাত সরকারের আমলে হবিগঞ্জের বৈদ্যার বাজারে সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী শহীদ শাহ এএমএস কিবরিয়ার নাম করণে ঢাকা-সিলেট মহা সড়কের আউশকান্দি কিবরিয়া চত্ত¡রের সংস্কার করা হবে এবং নবীগঞ্জ উপজেলায় অদূর ভবিষ্যতে আউশকান্দিকে পৌরসভায় করার ঘোষণা দেন।