মাধবপুর প্রতিনিধি \ বহু অপকর্মের হোতা মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি’র সাবেক মেম্বার আব্দুর রশিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত শুক্রবার রাতে বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রাম থেকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে। আব্দুর রশিদ সাতপাড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক মেম্বার আব্দুর রশিদ এলাকার বিভিন্ন ধরণের অপকর্মের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে। বিভিন্ন অভিযোগ এনে নাহিদ কোম্পানীর পক্ষ থেকে মামলাও দায়ের করা হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাননা।