মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর দলীয় প্রার্থীর সমর্থনে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেমদায়মী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পৌর আওয়ামীলীগ সভাপতি বেনু রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় পরিষদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগ মেয়র প্রার্থী হিরেন্দ্র লাল সাহা, চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি পিপি আকবর হোসেন জিতু, জেলা বার কাউন্সিলের সেক্রেটারী এড. সুবীর রায়, জেলা তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এড. মনোয়ার আলী, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম টিটু, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি আব্দুর নুর, যুগ্ম সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলাউদ্দিন, পৌর আওয়ামীলীগ সহ-সভাপতি মুছা মাষ্টার, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাসগুপ্ত, উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা ছাত্রলীগ সহসভাপতি মনির উদ্দিন পাঠান, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান প্রমুখ।