প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পূনর্বহালের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ ১নং লুকড়া ইউনিয়নের উদ্যোগে গতকাল শনিবার বিকেল ৫টায় লুকড়া বাজারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আব্দুন নুরের সভাপতিত্বে ও আল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাদের সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাসাদের সিনিয়র সহ সভাপতি আবু নাসের মোঃ শাহিন, সাধারণ সম্পাদক আবজাল সামি, অর্থ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, ১নং লুকড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মুশাহিদ আলম। বক্তব্য রাখেন-সিজিল মিয়া, সায়েদ মিয়া, ফয়সল মিয়া, আব্দুল বাসিদ, মোক্তাদির, শহিদুল ইসলাম, এবাদ আলী, হারুন মিয়া, তপু মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন, প্রধান বিরোধীদল ছাড়া পাতানো নির্বাচনের যে নীল নকসা তৈরী করছে তা দেশের জনগণকে সঙ্গে নিয়ে দূরবার আন্দোলন গড়ে তুলে বর্তমান ফ্যাসিবাদী সরকারকে তত্ত্বাবধায়কের অধিনে নির্বাচনে বাধ্য করা হবে।