চুনারুঘাট প্রতিনিধি \ হয় স্বামীর ঘর করব-নয়তো মৃত্যুকে আলিঙ্গন জানাব’ এমনি প্রতিজ্ঞা করে স্ত্রীর দাবী নিয়ে স্বামীর বাড়ীতে একাই প্রবেশ করলো জেসমনি আক্তার নামের এক যুবতি। সে বগাডুবি গ্রামের আঃ আওয়ালের কন্যা। স্বামীর ঘরে প্রবেশ করে সে নিজেকে এ ঘরের পুত্রবধূ বলে দাবী করে। এ ঘটনায় স্বামীর পক্ষের লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবি গ্রামে। স্বামীর দাবী নিয়ে আসা জেসমিন আক্তার জানান, চলতি বছরের ৩ মার্চ একই গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র সাইফুল ইসলামের সাথে তার বিয়ে হয় ২ লাখ টাকার রেজিস্ট্রি কাবিন মূলে। কিন্তু ইয়াকুব মিয়ার পরিবার এ বিয়ে মেনে না নিয়ে আদালতে কাবিন বাতিলের মামলা দায়ের করে। জেসমিন আক্তার জানান, বিষয়টি মিমাংসার জন্য স্থানীয় মুরুব্বীরা বেশ কয়েক দফা সালিশ সভা ডাকেন। কিন্তু বড় অংকের যৌতুক দিতে না পাড়ায় বিষয়টির কোন সুরাহাতো হয়ই-নি প্রকারান্তরে সাইফুলের জীবন থেকে তাকে সটকে পড়ার জন্য নানাভাবে হয়রানী করতে থাকে সাইফুলের পরিবার। তিনি জানান, গত একমাস থেকে স্বামী সাইফুলও তার সাথে কোন যোগাযোগ করছেন না। শেষতক উপায়ান্তর না পেয়ে তিনি স্বামীর বাড়ীতে প্রবেশ করতে বাধ্য হন। এদিকে সাইফুলের পিতা ইয়াকুব মিয়া বলেন, কখন কি অবস্থায় তার পুত্র বিয়ে করেছে এ বিষয়ে তারা কিছুই জানেন না। বেশ কয়েক মাস ধরে তার পুত্রকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেসমিনকে ঘর থেকে বের করে দেয়ার জন্য সাইফুলের আত্মীয়রা চুনারুঘাট থানায় অবস্থান করছিলেন।