স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জে যৌথবাহিনীর সাবেক কমান্ডিং অফিসার (সিও) বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ এর কন্যা মায়িশা’র শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার রাতে ঢাকা আর্মি গলফ ক্লাবে এ বিবাহ সম্পন্ন হয়। এতে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা (উত্তর) সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক, হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ও খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতাউর রহমান, তার স্ত্রী, হবিগঞ্জ শহরস্থ আমির চান কমপ্লেক্সের স্বত্ত¡াধিকারী রোটারিয়ান আবুল কাশেম, তার স্ত্রী শাহিনা কাশেম ও দৈনিক হবিগঞ্জ সমাচার এর ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলাম আকন্দ বিগত তত্ত¡াবধায়ক সরকারের আমলে হবিগঞ্জ জেলায় যৌথবাহিনীর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তার উদ্যোগে হবিগঞ্জে ‘আলোর সন্ধানে শিক্ষা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। যা জেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।