স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাইন্সিলর পদে ৭৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
গতকাল দুপুরে বিএনপি মনোনীত জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিবরিয়া হত্যা মামলায় কারান্তরীন বর্তমান মেয়র (সাময়িক বরখান্তকৃত) আলহাজ্ব জিকে গউছের পক্ষে তার ভাই জি কে গফ্ফার রিটার্নিং অফিসার সফিউল আলমের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এডঃ খালেকুজ্জামান চৌধুরী, এডঃ দেওয়ান মসউদ চৌধুরী, এডঃ শামছু মিয়া চৌধুরী, এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদক এডঃ মিজানুর রহমান চৌধুরী, এডঃ নুরুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোঃ ইলিয়াছ সহ শতাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামলীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম দলীয় নেতা কর্মী সাথে রিটার্নিং অফিসার সফিবুল আলমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিৎিসক ডাঃ সিদ্দিক আলী, আওয়ামলীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামলীগ সহ সভাপতি আরব আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মুকুল আচার্যী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। স্বতন্ত্র প্রার্থী পৌর আওয়ামীলীগের সাংগঠনিক মিজানুর রহমান মিজান উমেদনগর গ্রামের বিশিষ্ট মুরুব্বীদের সাথে নিয়ে রিটার্নিং অফিসার সফিউল আলমের নিকট মনোনয়নপত্র জমা দেন।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আমিনুর রশীদ এমরান রিটার্নিং অফিসার সফিউল আলমের নিকট মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমজি মুহিত, এডঃ কামাল উদ্দিন সেলিম, সফিকুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় যুবদল সদস্য মহিবুল ইসলাম শাহীন, স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহŸায়ক এডঃ আফজাল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর দিকে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা শ্রমিকদল সভাপতি ইসলাম তরফদার তনু মেয়র পদে রিটার্নিং অফিসার সফিউল আলমের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন এডঃ আশরাফ উদ্দিন তরফদার, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জিয়াউল আহসান তরফদার মাহিন, মানবাধিকার কমিটির জেলা সহ সভাপতি অমিতাংসু কুমার দাস টুটুল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা শ্রমিকদলের সহ সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী সোহেল সহ দলীয় ও এলাকার নেতৃবৃন্দ। জাতীয় পার্টি প্রার্থী এডঃ শিকলী খায়ের মনোনয়নপত্র দাখিলকালে জেলা জাপার সাধারণ সম্পাদক জালাল খান, সাংগঠনিক সম্পাদক কাজল মিয়া, অধ্যাপক আবিদুর রহমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া মেয়র পদে মনোনয়পত্র দাখিল করেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আব্দুল কাইয়ূম, ন্যাশনাল পিপলস পার্টির আব্দুল কাদির।
এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১. ২ ও ৩ নং ওয়ার্ডে পিয়ারা বেগম, মোছাঃ শাহনাজ, মাহমুদা খাতুন ও আইরিন আক্তার, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সুচন্তা দেব, রেজিয়া সুলতানা ও বেগম খালেদা জুয়েল, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সৈয়দা লাভলী সুলতানা ও অর্পনা পাল মনোনয়পত্র দাখিল করেন।
সাধারণ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলর মোঃ আবুল হাসিম, আব্দুল মালেক, আবুল কাশেম, মোঃ আঃ মালেক, আফজাল মিয়া, ফজলু মিয়া, মফিজ মিয়া, যতীন্দ্র কুমার দেব, ইকবাল হোসেন, টেনু মিয়া, মফিজুর রহমান ও আব্দুল হাসিম। ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহির উদ্দিন, অপু আহমেদ রোশন, আঃ কাশেম, তুলষী কুরি, সোহেল আহমেদ ও ছালেক মিয়া। ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দ্বিলীপ দাস, মোশাররফ হোসেন মনজু ও আব্দুল আহাদ। ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জুনায়েদ মিয়া, এনামুল মোহিত কাজল, বিপ্লব কুমার রায়, শেখ আব্দুল হান্নান, শাহ আলম ও শামছু মিয়া। ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গৌতম কুমার রায়, শামছুর রহমান সোহেল, সজল রায়, ভুবন দত্ত, রাজু চৌধুরী ও ইব্রাহিম খলীল। ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ নুর হোসেন, মনসুর আলী কুটি, আমজাদ হোসেন মনি, নুরুল আমিন, ইয়াহিয়া চৌধুরী, শামীম খান, মালিক মিয়া ও সিতিষ চন্দ্র দাস। ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল আউয়াল মনজু, আব্দুল মোতালিব মমরাজ, এনামুল হক খান ও সালাউদ্দিন আহমদ। ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আলমগীর মিয়া, আতাউর রহমান লিটন, রাজা মোঃ হাফিজুর রহমান, তৌফিকুল ইসলাম রোবেল, আনোয়ারুল ইসলাম, আলাউদ্দিন কদ্দুস ও মতিউর রহমান। ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাহবুবুল হক হেলাল, শেখ উম্মেদ আলী শামীম, রইছ মিয়া, নুরুল ইসলাম নানু ও মোঃ সফিকুল ইসলাম।