স্টাফ রিপোর্টার \ বানিয়াচংয়ের মাকালকান্দি হাওরে বিষ ঢেলে মাছ নিধন। ৮ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঘটনানাটি ঘটেছে গত সোমবার ৬নং কাগাপাশা ইউনিয়নের অন্তর্গত মাকালকান্দি হাওরে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাকালকান্দি হাওরের প্রায় ৬০ থেকে ৬৫টি ডোবায় দৌলতপুর গ্রামের সাইদুর রহমান, বাগাহাতা গ্রামের সাহাজউদ্দিন, মতিন মিয়া, লুৎফুর রহমান ওই ডোবাগুলো খরিদ করিয়া দলকাটা লাগিয়ে মাছ সংরক্ষণ করে আসছেন। গত সোমবার সকালে ওই ডোবার পাহাড়াদার ছাদেক মিয়া ও রনদাস ডোবায় গিয়ে দেখতে পান ডোবার বিভিন্ন প্রজাতির দেশীয় মাছগুলো মরে ভেসে যাচ্ছে। তাৎক্ষণিক তারা বিষয়টি ডোবার মালিক পক্ষকে জানালে তারা সবাই সেখানে গিয়ে বিষ ঢেলে মাছ মারার দৃশ্য দেখে হতবিম্বল হয়ে পড়েন। এ ব্যাপারে ডোবার মালিক সাইদুর এ প্রতিনিধিকে জানান, একটি পক্ষ প্রতি নিয়ত আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ক্ষতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই পক্ষটি কিছু দিন পূর্বে আমাদের ডোবার মাছগুলো রাতের আধারে সরিয়ে নেয়ার বিভিন্ন অপকৌশল করে ব্যর্থ হয়। যা আমরা স্থানীয় মুরুব্বীয়ান ও বানিয়াচংয়ের নেতৃবৃন্দকে অবগত করেছি। আমাদের ধারণা তারাই আমাদের ক্ষতি সাধনের উদ্দেশ্যে বিষ ঢেলে মাছগুলো মেরে ফেলেছে। এতে আমাদের প্রায় ৮লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনাটি ওই এলাকার মুরুব্বীসহ স্থানীয় নেতৃবৃন্দকেও অবহিত করা হয়েছে। ডোবায় বিষ ডেলে মাছ মারার বিষয়টি বানিয়াচং থানার অফিসার ইনচার্জকে মৌখিকভাবে জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এ প্রতিনিধিকে জানান, ডোবার মালিকপক্ষ আমাকে বিষয়টি মৌখিকভাবে অবগত করেছে, তারা এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।