প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, চৌধুরী বাজারের ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক বহু দিনের। নিজেকে একজন ব্যবসায়ী পরিচয় দিয়ে তিনি দুইবার চেম্বার অব কমার্সের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ার বিবরন দিয়ে বলেন, অতীতে ও ব্যবসায়ীরা সাথে ছিলেন। তিনি আশা করেন আগামী পৌর নির্বাচনে তাকে বিজয়ী করতেও ব্যবসায়ীরা দলমত নির্বিশেষে তাকে সমর্থন দেবেন। চৌধুরীবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন জিতু মিয়ার সভাপতিত্বে এবং আহমেদ জামান খান শুভ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চৌধুরী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহমান মিয়া, হাজী নুর মিয়া, মীর সালাউদ্দিন আহমেদ, আক্তার উদ্দিন বাদল, সেলিম খান, মহিউদ্দিন সোহেল, আব্দুল কাদের টেনু, বাদল রায়, দিলু মিয়া প্রমুখ। বক্তারা এ সময় আতাউর রহমান সেলিমের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তাকে ব্যবসায়ীদের প্রাথী ঘোষনা করে নির্বাচনে বিজয়ী করার জন্য সকলকে কাজ করার আহবান জানান।