প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন পৌরসভা নির্বাচন’২০১৫ উপলক্ষে ৫নং ওয়ার্ড এর বর্তমান কাউন্সিলর গৌতম কুমার রায় এর সমর্থনে স্থানীয় বি-জামান রোডস্থ খেলার মাঠে বাণিজ্যিক এলাকা, আহ্ছানিয়া মিশন ও বি-জামান খান সড়কের স্থানীয় মুরুব্বীয়ান ও যুবকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক ভোটার ও শুভাকাঙ্খীর উপস্থিতিতে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আকবর হোসেন। এডভোকেট তুষার কান্তি মোদকের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় কাউন্সিলর গৌতম রায় তার বিগত ৫ বছরের উন্নয়নের চিত্র তুলে ধরে আগামী পৌর নির্বাচনে আবারো এলাকাবাসীসহ ৫নং ওয়ার্ডের ভোটারদের সহযোগিতা কামনা করেন এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারো তাকে নির্বাচিত করার আহবান জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী মোঃ শরীফ উলাহ, গোলাম আলী খান, আব্দুল হক, মোঃ মুজিবুর রহমান, মোঃ ইসহাক মিয়া খন্দকার, মোঃ শুকুর মিয়া, সুধাংশ তালুকদার, সেলিম চৌধুরী, প্রবাল মোদক, পার্থ প্রতীম দাশ, মফিজুর রহমান টিটু, পিন্টু দাশ, শিপন আহমেদ, আব্দুল মতিন, রুবেল, কাউসার আহমেদ।
এতে আরও উপস্থিত ছিলেন অরুণ মোদক, শ্যামল মোদক, অসীম মোদক, তরুণ মোদক, বরুণ মোদক, দিলীপ রায় চৌধুরী, মোঃ জলিল মিয়া, গোপাল দাশ, জহিরুল হক সজল, মহিবুর রহমান টিপু, তুহিন খান, রুবেল আহমেদ, মোঃ আবুল, বাপ্পী রায়, শামীম আহমেদ, শাহীন, সজয় বণিক, স্বপন মোদক, জিয়াউদ্দিন, তারেক খান, বাবলু, শিবু দেব, মৃদুল রায়, আনিস মিয়া, সুবোধ দাশ, রতন সাহা, শংকর দাশ, রাজন দাশ, দীপ, পলব, জুনায়েদ, কাজল রায়, জুবায়ের, আফজল, এডঃ সবুজ, লিমন খান, সামিল খান, বাবু চৌধুরী, সৈয়দ আরমান, শেখ সবুজ, লিজান খান, এম কাউছার আহমেদ, রাজেন্দ্র দাশ, আবুল হাসান সোহাগ, শেখ রাব্বী, শাকিল চৌধুরী, রাকিব আজাদ, শওকত আলী তুষার, সেলিম হাসান জাহান, জীবন মোদক, আব্দুল জব্বারসহ ২শতাধিক শুভাকাঙ্খী।
সভায় বক্তাগণ কাউন্সিলর গৌতম রায়কে আবারো সহযোগীতার আশ্বাস প্রদান করেন।