প্রেস বিজ্ঞপ্তি \ বাহুবল উপজেলার কালাপুর গ্রামের হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে সহযোগিতার ঘোষনা দিয়েছেন আমির চান কমপ্লেক্সের সত্ত¡াধিকারী সমাজ সেবক মোঃ আবুল কাশেম। গতকাল দুপুরে তিনি বিদ্যালয় পরিদর্শনকালে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের এ আশ্বাস দেন। এ সময় তার সাথে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাফিউর রহমান। বিদ্যালয় পরিদর্শনকালে আবুল কাশেম বিদ্যালয়ের শিক্ষার পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, অল্প সময়ে হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়কে কেন্দ্র করে এলাকায় শিক্ষার যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা অভাবনীয়। এলাকায় শিক্ষার উন্নয়নে সাহসী ভ‚মিকা রাখার জন্য তিনি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সাফিউর রহমানের ভুয়শী প্রশংসা করেন। সকলের সহযোগিতায় হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে এলাকার একটি বৃহৎ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আবুল কাশেম বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করে। এ সময় তিনি বিদ্যালয়ের ফোর পাকাকরন ও শিক্ষক সম্মানী অনুদানের ঘোষনা দিলে ছাত্রছাত্রীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। মতবিনিময়কালে হাজী এ ওয়াহিদ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শফিকুল হক চৌধুরী, জুহিনুর চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।