প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম এর দায়িত্বশীল বৈঠক গতকাল সকাল ১০টায় জমিয়ত কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন জেলা জমিয়ত সভাপতি আলামা তাফাজ্জুল হক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান চৌধুরী। বৈঠকে আগামী স্থানীয় নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলামের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য প্রত্যেক উপজেলাকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে জেলা জমিয়ত কার্যালয়ে জমা দেয়ার সিদ্ধান্ত হয় এবং ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন-সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব ফরিদ উলাহ, মাওঃ আব্দুল হক, মাওঃ আব্দুল হেকিম, মাওঃ মুখলিছুর রহমান, মাওঃ রুহুল আমীন, যুগ্ম সেক্রেটারী মাওঃ মোবাশ্বির আহমদ, সহ-সেক্রেটারী মাওঃ শাশুকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হান্নান, প্রচার সম্পাদক ডা: এম এ করীম আযহার, অর্থ সম্পাদক আব্দুর রউফ, যুব বিষয়ক সম্পাদক মুফতি আমীর আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেজ তাফহীমুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মুফতি আহমদ আলী, শ্রম বিষয়ক সম্পাদক মাওঃ হেলাল আহমদ, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওঃ আশিকুর রহমান প্রমুখ।