প্রেস বিজ্ঞপ্তি \ শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকি ৩০ নভেম্বর উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাস্টার মো: শামছুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট নারী নেত্রী ও বাউল শিল্পী শেখ আশপিয়া পারভিন কোরেশী, পাশা এনজিওর প্রধান নির্বাহী সৈয়দ হুমায়ূন কবির, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক আফজাল ভ‚ইয়া, শায়েস্তাগঞ্জ হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক তোফাজ্জল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ও প্রবীণ সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সৈয়দ মোস্তফা কামাল। বক্তব্য রাখেন ডাক্তার শেখ এম এ জলিল ও মোহাম্মদ আলী। অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন মোঃ সফিকুর রহমান ও লাইব্রেরীয়ান সেলিম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাকালীন সদস্য সৈয়দ আহমুদুল হক বলেন, এ লাইব্রেরী উন্নয়নের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আলমিরা, বই ও আসবাবপত্র দেওয়া হবে।
অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পী ফারুক দেওয়ান ও শ্রীমঙ্গলের শিল্পী আশপিয়া পারভিন ও সাজ্জাদ সঙ্গীত পরিবেশন করেন।