প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি’র সেক্রেটারী, আতাউর রহমান সেলিম বলেছেন, আর্ত মানবতার সেবায় রেড ক্রিসেন্টের হবিগঞ্জ ইউনিটের প্রতিটি সদস্য নিবেদিত ভুমিকা পালন করছে। তিনি বর্তমান কমিটির দায়িত্ব গ্রহন কালীন সময়ের কথা উলেখ করে তার নিজস্ব উদ্যোগে রেডক্রিসেন্ট ভবনের উলেখ যোগ্য সংস্কার কাজসহ আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দের কর্মতৎপরাতার কথা তুলে ধরেন। তিনি প্রায় যুব রেড ক্রিসেন্টের সদস্যদের সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক মুমুর্ষ রোগীকে রক্তদান করে বাঁচিয়ে তোলার কথা উলেখ করেন এবং রেড ক্রিসেন্ট আন্দোলনকে আরো বেগবান করতে ভুমিকা রাখার জন্য সকল সদ্যদের প্রতি আহবান জানান। গতকাল হবিগঞ্জ রেড ক্রিসেন্ট ভবনে আয়োজিত বার্ষিক সাধারন সভায় তিনি এসব কথা বলেন। ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডঃ মাহফুজা বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় এর আগে তিনি ইউনিটের বার্ষিক আয় ব্যয়ের হিসাব সহ ২০১৬ সালের বাজেট পেশ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য মুহিবুল হক চৌধুরী, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পরকায়স্থ টিটু, শফিকুজ্জামান হিরাজ, মিজানুর রহমান মিজান এবং আজীবন সদস্য শেখ আনিসুজ্জামান।