বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচঙ্গে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টায় বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি মিলনায়তনে স্থানীয় এনজিও ইউনিকেয়ার এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিকেয়ার এর চেয়ারপার্সন ও সাংবাদিক কামরুল হাসান কাজল। সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ময়না, বি-কেয়ার ও মেন এইড পরিচালক মৌসুমী আক্তার, রাহ্ সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান ছাদেকুর রহমান খান, পরিবার পরিকল্পনা পরিদর্শক আজাদুল ইসলাম, নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন, শিক্ষিকা মিলন আক্তার, পরিচালক হাবিবুর রহমান, জসিম উদ্দিন, আব্দুল মুকিত, টিসি বুলবুল ধর, উপজেলা ইউডিসি উদ্যোক্তা ফোরাম সভাপতি আনছার আলী প্রমুখ।