নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের গাজীর মোকামে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে গত সোমবার সন্ধ্যার পর নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। পানিউমদা ইউনিয়নের চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব কর্পোরাল লুৎফুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ডাঃ শাহ আবুল খায়ের, সদস্য সচিব মাহমুদ চৌধুরী, জেলা জাতীয় পার্টি নেতা নুরুল হক তুহিন, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, ইউনিয়ন জাপার সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, উপজেলা জাতীয় যুবসংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদার, সহ-সভাপতি নাজমুল হোসেন খান, সাধারণ সম্পাদক নুরুল আমীন পাঠান (ফুল মিয়া), যুগ্ম সম্পাদক নাসির চৌধুরী, আব্দুল হান্নান চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রি কলেজ শাখা জাতীয় ছাত্রসমাজের সভাপতি নিয়ামুল করিম অপু।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক আব্দুল হালিম, শিক্ষিকা কুহিনুর আক্তার, রিমা বেগম, ইউনিয়ন যুবসংহতির সহ-সভাপতি বেলাল আহমদ, যুগ্ম সম্পাদক আবু তাহের তালুক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, শেখ ফরিদ আহমদ, আবু শামা, নুর মিয়া, জিলু মিয়া, ছাত্রসমাজ নেতা মুকিত মিয়া, শাহেদ মিয়া, সাইফুল মিয়া, বাবুল আহমদ, রাসেল আহমদ, জুয়েল খান, ইমন আহমদ, ফরহাদ আহমদ, তারেক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক আব্দুর রকিব।