বাহুবল প্রতিনিধি \ বাহুবলে বিশ্ব এইডস দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাহুবল উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ও মা-মনি এইচ এস এস প্রকল্পের সহায়তায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেডিকেল অফিসার ডাঃ আল রেজা মোঃ সাঈদ এর সভাপতিত্বে ও মা-মনি টেকনিক্যাল অফিসার সৈয়দ সালিক আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নুরুল ইসলাম নুর, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল হামিদ প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা হাবিবুর রহমান আখঞ্জী।