স্টাফ রিপোর্টার \ ববাহুবল উপজেলার সীমান্তবর্তী নবীগঞ্জের রইচগঞ্জ বাজারে ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচন উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে সমর্থকসহ সাধারণ লোকজনের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে। প্রার্থীর পক্ষ থেকে এলাকার অলি-গলিতে সাটানো হয়েছে বিভিন্ন পেস্টুন ও ব্যানার। স¤প্রতি আওয়ামীলীগ নেতা এপিপি আতাউর রহমান নিজে এলাকায় গিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেেেক আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দিয়ে বাজারে বিভিন্ন জনের নিকট দোয়া কামনা করেন। তিনি নুরাজ মিয়ার দোকানে গিয়ে দোয়া কামনা করলে তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি নোয়াগাও গ্রামের আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। এ অবস্থায় গত রবিবার সকাল ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন হামলা চালায় নুরাজ মিয়ার দোকানে। এ সময় নুরাজ মিয়া পালিয়ে আত্মরক্ষা করেন। এ সময় রইছগঞ্জ বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। পরে গোপলার বাজার ও পুটিজুরী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌছুলে হামলাকারীরা পিছু হটে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
স্থানীয়রা জানান, হামলাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা নিরীহ লোকদের উপর হামলা-মামলা করে হয়রানী করছে। তাদের অপতৎপরতায় এলাকায় প্রায়ই আইন-শৃংখলার অবনতিসহ অপরাধ কর্মকান্ড সংগঠিত হচ্ছে।