এম এ বাছিত, নবীগঞ্জ থেকে \ নবীগঞ্জে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপির দুই প্রার্থী মনোনীত হয়েছে। আওয়ামীলীগ মনোনীত একক প্রার্থী হিসেবে বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর নাম কেন্দ্রীয় দপ্তরে প্রেরণ করা হয়। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের দায়িত্বশীল সূত্র খবরটি নিশ্চিত করেছে। রবিবার সন্ধ্যায় থানা ও পৌর বিএনপি আয়োজিত বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে বর্তমান প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে ঘোষণা দেয়া হয়। এছাড়াও জাপা থেকে মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র হিসেবে যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী ও জাহাঙ্গীর রানা মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
রাজনৈতিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামীলীগের প্রার্থীতা নিয়ে তুমুল প্রতিযোগিতা হয়েছে। তৃণমূলের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যবসায়ি ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেলের শক্ত লবিং ম্লান করে বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বাগিয়ে নেন। দলীয় ফোরাম বা কর্মকান্ডে পরিচিতি না থাকলেও বর্তমান মেয়র হিসেবে তাকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। নিরপেক্ষ ব্যক্তি হিসেবে পরিচিত মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরীর নাম পৌর আওয়ামীলীগ সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে। হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ আয়োজিত সভায় দলীয় প্রার্থী চুড়ান্ত করেন দলের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।
এদিকে, থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বাস ভবনে আয়োজিত সভায় একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি ও বর্তমান প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে মনোনীত করা হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি একক প্রার্থী হিসেবে প্রচারণায় সরব ছিলেন। রাজনীতিতে রয়েছে তার শক্ত অবস্থান। তিন বার বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে শহর এলাকায় সু-খ্যাতি রয়েছে। ভারপ্রাপ্ত মেয়র হিসেবেও একাধিকবার দায়িত্ব পালন করেছেন।