স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় কয়েকটি চাল কলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। পাটজাত পণ্য ব্যবহার না করে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার জামিল এর নেতৃত্বে শহরের উমেদনগর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এসময় পাটের পরিবর্তে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় একটি চাল কলকে ১ হাজার এবং প্লাস্টিক মোড়ক বিক্রি করায় ২টি আড়তকে ২ হাজার টাকা করে জরিমানা করেন। এদিকে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একই অপরাধে উপজেলা সদরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করেন।