নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলা বাউসা ইউনিয়নের দেবপাড়া, দাশের কোণা ও বাশডর গ্রামে গত রবিবার দুপুরে পলী বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে সুইচটিপে বিদ্যুতায়ন উদ্বোধন করেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী। বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, হবিগঞ্জ পলী বিদ্যুতের পরিচালক এডঃ ফারুক আহমদ, প্রধান শিক্ষক আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী, পলী বিদ্যুৎ নবীগঞ্জ জোনের এজিএম আল মাহমুদ ফয়সল, এলাকা পরিচালক শফিউল আলম হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমেদ, প্রাথমিক শিক্ষক সমিতির রুবেল মিয়া, যুবলীগ নেতা সাইফুর রহমান সোহাগ প্রমুখ। এছাড়াও গ্রামের মুরব্বীয়ানদের সাবেক মেম্বার জয়নাল আবেদীন, রাজা মেম্বার, মাসুক মিয়া, সাবেক মেম্বার সমুজ আলী, আব্দুল জলিল, বশির আহমদ, নিজাম উদ্দিন, কাছন মিয়া, বর্তমান মেম্বার আঃ ছোবাহান, আঃ মন্নাফ, লেচু মিয়া, যুবকদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ময়নুল ইসলাম, আবুল কাশেম মাষ্টার, মোঃ ফজলুল হক, আব্দুল মছব্বির, হাফিজুল ইসলাম উজ্জ্বল, আয়েদ মিয়া, মোঃ শাহিন মিয়া, আবুল হোসেন (প্রবাসী), চুরুক মিয়া, শামছুর ইসলাম (প্রবাসী)।