প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ শহরের ৩নং ওয়ার্ড এলাকার মুরুব্বী ও যুবসমাজের সাথে নীরদাময়ী স্কুল মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেন, হবিগঞ্জ জেলায় যখন উন্নয়ন হচ্ছে, শিল্পায়নের কারণে কর্মসংস্থান বাড়ছে, তখন শুধুমাত্র নেতৃত্বের কারনে হবিগঞ্জ পৌরসভা পিছিয়ে আছে। একটি আধুনিক উন্নত ও মানবিক পৌরসভা গড়তে তিনি পৌরবাসীর ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন।
বিশিষ্ট মুরুব্বী ও অজিত কুমার পালের সভাপতিত্বে ও সুধাংশু সুত্রধর এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী ডাঃ অসিত রঞ্জন দাস, বিমল চন্দ্র দত্ত, জগদীশ চন্দ্র মোদক, এমদাদুর রহমান বাবুল, আকবর আলী, আব্দুর রহমান, আব্দুর রহিম, স্বপন লাল বনিক, সুবোধ বনিক, শংকর দাস, ফনিভুষন দাস, নলীনি কান্ত রায় নিরু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, মহর লাল রায়, তোরাব আলী, নিরঞ্জন রায়, সমীর মিয়া, পংকজ ভট্টাচার্য, ধনু মিয়া, সফিক মিয়া, সুজিত বনিক, করাব ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ, লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, পৌর যুবলীগের সভাপতি শফিকুজ্জামান হিরাজ, সাধারন সম্পাদক তাজউদ্দিন আহমেদ, জেদ্দা যুবলীগের সোহেল রানা প্রমুুখ। বক্তারা মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং তাকে ৩নং ওয়ার্ডের প্রার্থী ঘোষনা করে নির্বাচনে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।