বানিয়াচং প্রতিনিধি \ বানিয়াচং থানা পুলিশ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-মক্রমপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জামাল মিয়া, খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে শাহ মোতাছির আলী, যাত্রপাশা (পশ্চিম গড়েরপাড়) শাহনুর মিয়ার ছেলে আবজল মিয়া, খাগাউড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে খুর্শেদ মিয়া, একই ইউনিয়নের গুনই গ্রামের বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া ও দমারগাঁও গ্রামের অলিক মিয়ার ছেলে মখলিছ মিয়া। রবিবার দিবাগত রাতে এসআই হাসানুজ্জামান, এএসআই আব্দুল ছালাম ও মার্কুলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জিয়া নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে উলেখিত পলাতক আসামীদের গ্রেফতার করা হয়।