বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলার তৃণমূল লোকদের নিয়ে রাস্তায় মাটি কাটার কাজ উদ্বোধন করছেন এমপি কেয়া চৌধুরী। গতকাল সোমবার সাতকাপন ইউনিয়নের মহব্বতপুর থেকে করাঙ্গী নদীর পার পর্যন্ত রাস্তার মাটির কাটার কাজের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরী বলেন, এলাকার তৃণমূল লোকদের চলাচলে দূর্ভোগ লাঘব চেয়েছি। তাই চলতি অর্থবছরের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ৯ মেট্রিক টন কাবিখা বরাদ্দ এনে দিয়ে রাস্তার কাজ শুরু করেছি। কাজটি সমাপ্ত হলে লোকজনের পথ চলাচল সুগম হবে। তিনি বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনা করায় তৃণমূলের লোকেরা শান্তিতে বসবাস করছে। কেউ না খেয়ে মরতে হচ্ছে না। উন্নয়ন নিয়ে ভাবতে হচ্ছে না। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন হচ্ছে। তিনি আরও বলেন, আমি উন্নয়ন করতে এসেছি। আমাকে আপনারা সঠিক তথ্য প্রদান করেন। আমি নেত্রীর কাছ থেকে উন্নয়ন এনে দেব। ইতোমধ্যে বাহুবল, নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার নানাস্থানে অবস্থিত সমজিদ, মন্দির, রাস্তা, মাদ্রাসা, স্কুল, কলেজে নেত্রীর কাছ থেকে একাধিকবার উন্নয়ন এনে দিয়েছি। এ ধারা অব্যাহত থাকবে। এ সময় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এয়াকুব মেম্বার, সাধারণ সম্পাদক বুলবুল মিয়া, সোয়াইয়া বাজার কমিটির সভাপতি আলহাজ ডাঃ ফারুক মিয়া, আকুল হুসেন মাষ্টারসহ শত শত লোক উপস্থিত ছিলেন।