নবীগঞ্জ প্রতিনিধি \ সারা দেশের ন্যায় নবীগঞ্জে অনুষ্ঠিতব্য পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাংসদ মুনিম চৌধুরী বাবু ও নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী। গতকাল রবিবার সকালে নবীগঞ্জ বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজউদ্দিন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, প্রধান শিক্ষক হারুন মিয়া, সাংবাদিক মতিউর রহমান মুন্না, সাইফুর রহমান সোহাগ প্রমুখ। এর আগে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী হীরা মিয়া গার্লস হাই স্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।