নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল এর মাতা অঞ্জলী রানী পাল (৭১) আর নেই। তিনি গত বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার সময় ভারতের আসাম রাজ্যের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিকে রক্তক্ষরণজনিত কারনে চিকিৎিসাধীন অবস্থায় পরলোক গমণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৫ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ঐদিন রাতেই শিলচর কেন্দ্রীয় শ্মশানঘাটে তাঁর শেষকৃত্যানুষ্টান অনুষ্টিত হয়।
উলেখ্য, তিনি ভারতের আসাম রাজ্যের শিলচর পৌর এলাকার শরতপলী ৩/৫ লেনের ৭২ নাম্বার বাসায় বসবাস কালীন সময়ে গত বুধবার সকালে হঠাৎ মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারনে অসুস্থ হয়ে পড়লে সাথে সাথে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে তিনি পরলোকগমণ করেন। সাংবাদিক হিমেলের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটি এম সালাম, সহ- সভাপতি এম এ আহমদ আজাদ, আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকিকুর রহমান সেলিম, অর্থ সম্পাদক এম মুজিবুর রহমান, নির্বহিী সদস্য ফখরুল আহসান চৌধুরী, সাইফুল জাহান চৌধুরী, রাকিল হোসন, সেলিম মিয়া তালুকদার, সলিল বরন দাশ, মতিউর রহমান মুন্না, এটি এম জাকিরুল ইসলাম, জসিম তালুকদার, জাকির হোসেন চৌধুরী প্রমুখ। এছাড়া শোক প্রকাশ করেছেন নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিষ রায়, সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, ইউপি সচিব হরিশংকর দাশ, শিক্ষক সত্যজিত চক্রবর্তী, ইউনয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হাই, যুবলীগ নেতা আব্দুল বাছিত, আওয়ামীলীগ নেতা ডাঃ সুশীল দাশ রায়, আওয়ামীলীগ নেতা শ্যামনন্দ ভট্টাচার্য্য, ইউপি সদস্য দিলীপ সরকার, ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি হোসাইন আহমদ, বেনু ভূষন দত্ত, প্রদু ভট্টচার্য্য প্রমুখ।