নবীগঞ্জ প্রতিনিধি \ আসন্ন নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও বার বার নির্বাচিত কাউন্সিলর এটিএম সালাম পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে গতকাল সোমবার দুপুরে মনোনয়নপত্র ক্রয় করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মোঃ আবু সাঈম এর কাছ থেকে উক্ত মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র গ্রহনকালে কাউন্সিলর এটিএম সালাম নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড বাসীসহ সর্বস্তরের মানুষের নিকট দোয়া, আর্শীবাদ আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।