স্টাফ রিপোর্টার \ নাশকতার অভিযোগে বানিয়াচং উপজেলা সদরের আমিরখানী গ্রামের জামায়াত কর্মী জিয়াউল হক জিয়া (৩২) কে আটক করেছে পুলিশ। সে ওই গ্রামের সাধু মিয়ার পুত্র । গতকাল সোমবার সকালে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে বানিয়াচং থেকে তাকে আটক করে। পুলিশ জানায় তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। সে এতদিন আত্মগোপনে ছিল।