স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ জেলা ৫টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৭ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সাক্ষাৎকার গ্রহণ করা হয়। জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সাক্ষাৎকারকালে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে আজ সকাল ১০টা পর্যন্ত সভা মূলতবী করা হয়।
সূত্রে জানায়, আজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হবিগঞ্জের ৫ পৌরসভায় ৫জনকে দলীয় প্রার্থী ঘোষণা করে চূড়ান্তভাবে মনোনয়নের জন্য কেন্দ্রে নাম প্রেরণ করা হবে।
একটি বিশ্বস্থ সূত্রে জানা যায়, হবিগঞ্জ পৌরসভায় জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, শায়েস্তাগঞ্জ পৌরসভায় শায়োস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি মোঃ ছালেক মিয়া ও মাধবপুর পৌরসভায় বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাচ্ছেন। এছাড়া চুনারুঘাট পৌরসভায় সাইফুল ইসলাম রুবেল ও জিলুর কাদির লস্কর রিমন এবং নবীগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল সুবিধাজনক অবস্থানে রয়েছেন। এর মধ্যে চুনারুঘাটে জিলুর কাদির লস্কর রিমন ও নবীগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরীর আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভব্যনা বেশি।