স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বিভিন্ন হোটেল ও রেষ্টেুরেন্টে পঁচাবাসী ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। জাতীয় ভোক্তা অধিকার আইনে সহকারি পরিচালক আল আমিনের নেতৃত্বে এ অভিযান কালে বেবিষ্ট্যান্ড এলাকায় মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রির অভিযোগে লিপি স্টোরকে ৭শ টাকা, একই অভিযোগে মধু কানন মিষ্টান্ন ভান্ডারকে ৭শ টাকা, পুরাতন পৌরসভা এলাকার সুস্বাদু রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা ও আম্বর আলী হোটেলকে ৫শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই ওয়াহেদ গাজী সহ একদল পুলিশ।