প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌর নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বর্তমান কাউন্সিলর মোঃ জাহির উদ্দিনকে সমর্থন জানিয়েছেন বগলা বাজার এলাকাবাসী। গতকাল রবিবার সন্ধ্যায় বগলা বাজার এলাকাবাসীর আয়োজনে এলাকার নবজাগরণ ক্লাবের সামনে এক মতবিনিময় সভায় এলাকাবাসী এ সমর্থন জানান। এলাকার বিশিষ্ট মুরুব্বী শংকু বনিকের সভাপতিত্বে ও রূপক দেবের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এডঃ আফিল উদ্দিন জিপি, বিশিষ্ট ব্যবসায়ী বজলুল হক জজ মিয়া, সুবোধ বণিক, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল আমিন ওসমান, হাজী মোঃ সফিক মিয়া, পিনাকী চৌধুরী, এডঃ আজিজুর রহমান জুয়েল, আব্দুল আহাদ, বিজয় বণিক দ্বীজু, ঝন্টু দেব, যশের আব্দা এলাকার আব্দুর রউফ, মোঃ মনু মিয়া, মাওলানা আব্দুল জলিল, জনাব আলী, কামরাপুর এলাকার আব্দুল বারিক, তাজউদ্দিন আহমেদ বাবুল, ইজ্জত আলী, দানিয়ালপুর গ্রামের অনুতোষ কুড়ি, মাষ্টার অজিত কুমার কুড়ি, সুজন কুড়ি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। বক্তারা আগামী নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে পুনরায় মোঃ জাহির উদ্দিনকে নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান।