বানিয়াচঙ্গ প্রতিনিধি \ স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) কর্মসূচির আওতায় অংশ গ্রহনমূলক উর্ধ্বমুখী পরিকল্পনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। ২৯ নভেম্বর বানিয়াচঙ্গ উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিসেফ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ-সচিব মোহাম্মদ আবদুর রউফ। বিশেষ অলোচক ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, এলজিএসপি-২ জেলা ফ্যাসিলিটেটর এবিএস মাহবুবার রহমান, বানিয়াচঙ্গ সদর উত্তর-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সদর উত্তর পশ্চিম ইউ.পি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচঙ্গ আদর্শ কলেজ প্রিন্সিপাল স্বপন কুমার দাস, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ আব্দুল খালেক। দিন ব্যাপী প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ মহসীন উদ্দীন, প্রেসক্লাব সেক্রেটারী এমদাদুল হোসেন খান, মেম্বার সৈয়দ মোনায়েম খান টেনু, মেম্বার আম্বীয়া বেগম, শিরিকা বেগম, হোসনেহার, সাহেদ মিয়া, এনামুল হক, জালাল মামদ, মোবারক মিয়া, চান্দ মিয়া, ধন মিয়া, ছামির উলা, মোতাব্বির হোসেন, আয়ুব আলী, ময়না মিয়া, জাহাঙ্গীর আলম, সচিব জিলু মিয়া, জ্যোতির্ময় দাশ, আলফাজ উদ্দিন, বলাই চক্রবর্তী প্রমুখ।