স্টাফ রিপোর্টার \ শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ পুরাণ বাজার সড়কে দুই টমটমের ধাক্কায় আব্দুল হান্নান (৩৫) নামের এক পথচারী গুরুতর আহত হয়েছেন। সে শায়েস্তাগঞ্জের বিরামচর গ্রামের আলা উদ্দিনের পুত্র। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই এলাকার কাচাঁমাল ব্যবসায়ী আব্দুল হান্নান সড়ক পারাপারের সময় দুই দিক আসা দুইটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।