স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ সদর উপজেলার সুতাংয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই দল লোকের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে সুতাং বাজারে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কাউছার মিয়া (২৫), খেলু মিয়া (৪৫), ঝাড়ু মিয়া (৩৪), লিটন (২০), মাসুম (২২), আব্দুল হাসিম (৩৮), আল আমিন (২০), বিলাল মিয়া (৩২) ও জিলু মিয়াকে (৩৫) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বাজারের একটি দোকান দখলকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুরে সুরাবই গ্রামের জিতু মিয়া ও খেলু মিয়ার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরই জের ধরে শনিবার বিকালেও উভয় পক্ষের লোকজনের মাঝে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় মুরুব্বীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগীয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরি¯ি’তি স্বাভাবিক রয়েছে।