প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজানের পৃষ্টপোষকতায় ক্রিয়েটিভ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট নাইট টুর্ণামেন্টে ব্যাপক সাড়া পড়েছে। গতকাল রাতে উমেদনগর পশ্চিম এলাকার মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ১৮টি দল এই টুর্ণামেন্টে অংশ গ্রহণ করে। প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন মেয়র প্রার্থী মিজানুর রহমান মিজান। বার সর্দার সোনাই মিয়ার সভাপতিত্বে ও পৌর কৃষক লীগের সভাপতি বাছির মিয়ার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, টেনু মিয়া, মাঠ কমিটির সভাপতি হাফিজুর রহমান হাফিজ, মফিজ মিয়া, মতি মিয়া, শেখ ইকবাল, মান্নান মিয়া, মনু মিয়া, লিয়াকত মিয়া, রফিকুল মিয়া, লেবু মিয়া, শাওন আল হাসান, আশিক আহমেদ, কামরুল হাসান, তাউস আহমেদ, গউছ খান, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল আহমেদ আবির, সারওয়ার কামরান সোহাগ, মারুফ খান, ফরহাদ আহমেদ, শান্ত, নাজমুল, তাজুল, আতাউর, সোহাগ ও প্রান্ত। বক্তরা পৌর নির্বাচনে দলমত নির্বিশেষ উমেদগরবাসীর পক্ষ থেকে মিজানুর রহমান মিজানকে মেয়র পদে প্রার্থী হিসাবে দেখার প্রত্যাশা ও সমর্থন ব্যক্ত করেন।