প্রেস বিজ্ঞপ্তি \ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান সেলিমকে হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থী হিসাবে ঘোষনা দিতে জেলা আওয়ামীলীগের নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন শহরের রাজনগর এলাকার মুরুব্বীসহ জনগন। গতকাল রাজনগর এলাকায় অনুষ্ঠিত সভায় বক্তারা উক্ত দাবী জানান। সভায় বক্তারা বলেন, আতাউর রহমান সেলিম একজন দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক কর্মী। তিনি নির্বাচিত হলে পৌর এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন বলে আমার বিশ্বাস করি। যুবলীগ নেতা আলমগীর হোসেনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, বিশিষ্ট আইনজীবী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট দেওয়ান মিনহাজ গাজী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার গোলাম সারওয়ার, আব্দুল হেকিম, দ্বীন ইসলাম, ছমেদ মিয়া, মাহবুবউদ্দিন আহমেদ নাহাজ, মঈন উদ্দিন আহমেদ চৌধুরী সাম্মু, আশিকুর রহমান চৌধুরী, মানু মিয়া, জিতু মিয়া, লাল মিয়া, মোস্তাক গাজী, ফারুক মিয়া, শাহজাহান মিয়া, শামীম মিয়া, ফরিদ মিয়া, মিলন আহমেদ, হাবিবুর রহমান, তৈয়বুর রহমান, কুটি মিয়া, পলাশ, সোনাই মিয়া, রাসেল চৌধুরী, সায়েম মিয়া, স্বপন আহমেদ, জিশান খান, শমশের মিয়া প্রমুখ।